
কবিঃ মোহাম্মদ আংগুর মিয়া
সবাই আমরা কর্তব্য পালনে ব্যস্ত
থাকি সারাটি জীবন
জীবন অনেক অর্থবহ হয়ে উঠে
করে কর্তব্য পালন।
প্রথম কর্তব্য শুরু হয় ছাত্র জীবনে
চালিয়ে যাওয়া লেখা পড়া
পিতা মাতাকে সন্তুষ্ট রেখে তাঁদের
সব আদেশ পালন করা।
ভাল রেজাল্ট করবে সব সন্তানেরা
পিতা মাতা আশা করে
স্কুল জীবনের একদিন ইতি হয় এই
সব কর্তব্য পালন করে।
সারা জীবনের স্বপ্ন এসে বাস্তবে রূপ
নিতে থাকে কর্ম জীবনে
নুতন অনেক কর্তব্য তখন এসে একে
একে দাঁড়ায় সামনে।
পিতা মাতার প্রতি কর্তব্য পালনের
এইটাই আসল সময়
সন্তানকে নিয়ে যাঁরা স্বপ্ন দেখেছিল
তাঁর জীবনে আসবে জয়।
বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে একদিন
আসে জীবনে এক অপরিচিত
কর্তব্য পালনে নুতন সাথী পেয়ে সবাই
হয় অনেক আনন্দিত।
তারপর জীবন আগাইয়া চলে সামনে
সব কিছুই লাগে ছন্দময়
বিশ্বাস ও ভালবাসার সাথে ধৈর্য্যের কর্তব্য
পালন করে যেতে হয়।
দুজনের জীবন অনেক সুন্দর হয়ে উঠে
সন্তান আগমনে
কর্তব্য বাড়তে থাকে সন্তানের কথা ভেবে
আগামী জীবনে।
সন্তানদেরকে নিয়ে পিতা মাতার মনে
কল্পনার শেষ হয়না
তাঁদের বিবাহে ও পিতা মাতার কর্তব্য
রয়েছে মনে আসে ভাবনা।
মানুষের জীবনে কর্তব্যের শেষ নাই
ভাবলেই বুঝা যায়
কর্তব্য পালন করে সবাই একদিন এই
পৃথিবী থেকে নিতে হয় বিদায়।