
কবিঃ মোহাম্মদ আব্দুল আলিম আকা
যদি কখনো তোমার মন,
কালো মেঘে ঢেকে যায়।
তাহলে বুঝে নিও ,
আষাঢ় নয় শ্রাবনে;
বৃষ্টি নামবে মুসলধারায়।
যদি কখনো তোমার হৃদয়,
ভিজে যায় সেই বর্ষায়।
তাহলে অনুভব করো ,
আমি স্পর্শ করলাম;
বৃষ্টির প্রতিটি ফোঁটায়।
যদি আমার কল্পনার স্পর্শে ,
তোমার মন আমাকে খোঁজে।
তাহলে বুঝে নিও
আমার নিঃস্বার্থ
ভালোবাসা ছিল তোমার মাঝে।
যদি কখনো ঐ কালো মেঘে,
হঠাৎ বিদ্যুৎ চমকায়।
তাহলে ভয় পেওনা যেন,
রাস্তা খুঁজে নিও
সেই আলোকছটায়।।