মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাণ্ডারী শতদল

কবিঃ মুহাম্মদ শামসুল হক বাবু

অন্ধকারে জ্ঞানের বাতি
মানুষ দিয়েছে জ্বালি
ফুলবাগানে পুষ্পের জ্যোতি
ফিরিয়েছেন মালি!

আলোর গতি অন্ধের চোখে
দিতে যদি চুমি
বিশ্ব জাহানের মলিন মুখে
হাসি দেখতে তুমি!

ক্রন্দন করে কত অসহায়
শত দুঃখ ভবে
তোমার হাতে ওদের সহায়
গরীবের বন্ধু রবে!

খাদ্যের লাগি যন্ত্রণায় কাতর
শিশুর কান্না দেখি
মা কেঁদে হয়েছে নীরবে নিথর
আমি ছিলেম দুঃখী!

ভুবনে সময় এখন বড্ড ক্লান্ত
খুব খারাপ অবস্থা
সৃষ্টি কুল যখন হয় দিকভ্রান্ত
কে নিবে ব্যবস্থা!

জালিম হতে মানবতার মুক্তি
কে-বা দিবে আসি
মানবের বন্ধু হবে বন্ধুর শক্তি
তোমায় ভালোবাসি!

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১