কবিঃনন্দিতা ধর নট্ট
ছাইলো আকাশ ঘন মেঘে
ছাইলো চারিধার–
বৈঠা মারে জোরে জোরে নদী হবে পার।
উঠলো খানিক ঝোড়ো হাওয়া পাতা
খসানোর ধুম–
আদুল মন প্রাণ উচাটন কাড়ল যে
তোর ঘুম।
ছুটলো কিছু বাঁধনছেঁড়া পাগলপারা মন–
ভিজলো কত ফেলে আসা স্মৃতি রোমন্থন।
উড়ছে কাগজ বার্তা নিয়ে কার দোরে
দেয় কিল–
কি জানি কোন জলছবিতে কে খুঁজে
পায় মিল।
হাতে ধরা রঙ তুলিতে শিল্পী আঁকে ছবি–
কাব্যকথায় শব্দ খোঁজে শব্দপ্রেমি কবি।