কাশিমপুরের মহিলা কারাগার থেকে মুক্তির পর আলোচিত নায়িকা পরীমনি হাত উঁচিয়ে উপস্থিত জনতাকে একটি লেখা প্রদর্শন করেন।যেখানে লেখা ছিল ‘ডোন্ট লাভ মি বিচ’!এই লেখা নিয়ে অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে আলোচনার ঝড়।কারাগারে পরীমনি কোথায় পেলেন মেহেদি, আর মেহেদি দিয়ে সেই লেখার অর্থই বা কী? এছাড়া এদিন তাকে দেখা যায় নতুন লুকে।গায়ে সাদা রঙের টি শার্ট, চোখে সানগ্লাস, ঠোঁটে লাল রঙের লিপিস্টিক আর সাদা কাপড়ে ঢাকা মাথায় ভিন্ন লুকে গাড়ির ভিতর থেকে উঁকি দেন হাসিমাখা পরীমনি।কারাগারের একটি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, কারাগার পরীমনির জামিনের সংবাদে আনন্দিত হয়েই হাতে মেহেদী লাগিয়েছেন এই নায়িকা।কাশিমপুর কারাগারে নারীদের প্রশিক্ষণের জন্য একটি বিউটি পার্লার রয়েছে।পরীমনিও সেখান থেকে মেহেদি কিনে হাতে পরেছেন।এদিন গায়ে সাদা রঙের টি শার্ট, চোখে সানগ্লাস, ঠোঁটে লাল রঙের লিপিস্টিক আর সাদা কাপড়ে ঢাকা মাথায় ভিন্ন লুকে গাড়ির ভিতর থেকে উঁকি দেন সেই চিরচেনা হাসিমাখা পরীমনি।গাড়ি থেকে একটু বের হয়ে হাত মেলালেন উপস্থিত কয়েকজন সঙ্গে।হাত নেড়ে শুভেচ্ছাও জানালেন উপস্থিত দর্শক-ভক্তদের।এমন সুযোগে সেলফি তোলার মুহূর্তটিও মিস করেননি দর্শক-ভক্তরা।দীর্ঘ ১৯ দিনপর কারামুক্ত হন ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। বুধবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্তি পান তিনি।