কুমিল্লায় প্রাণ-আরএফএল’র একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় অবস্থিত প্রাণ-আরএফএলের গুদামটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুদামটিতে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও পুরোপুরি নিয়ন্ত্রণ হতে সময় লাগেব। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে পরে জানানো হবে।