সোমবার, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কেনো তুমি থাকো দূরে

কবিঃ সৈয়দ ইসমাইল হোসেন জনি

মোহনীয় রূপে আমি
হয়ে গেছি দিশেহারা ,
চিরতরে অনুগামী
তুমি বিনা যাবো মারা ।

রূপে গুণে মায়াবতী
আসো তুমি বাহুপাশে ,
মিলেমিশে করি রতি
এ জীবনে কিবা আছে ?

ভালোবেসে কাছে এসে
সুধা ঢালো মহারাণী ,
যেওনাকো অবশেষে
দিয়ে বুকে পেরেশানি ।

ভালোবেসে বুকে রবে
করিওনা ছিনিমিনি
ইতিহাসে লেখা হবে
আমাদেরি এ কাহিনী ।

খাঁটি ভালবাসা দিয়ে
মিশে থাকো অন্তপুরে ,
জনি বলে ওগো পিয়ে
কেনো তুমি থাকো দূরে ?

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০