কবিঃ জ্যোৎস্না পাল
মায়াবী আকর্ষণ ,
ক্ষীণ তারাদের শেষ মিছিলে
টপকে পড়া উল্কাপাত!
নিমিষেই আচ্ছন্ন,
ভোরের আলোয় আলোকিত ,
গহীন আঁধারের নিঃশ্পাত।
মুমূর্ষু রোগীর দুঃস্বপ্ন,
নাকি অবিচল মনের কথা?
হাতছানি কেবলি দুর্বার।
অতিশয় কাঙ্ক্ষিত
হাজারো মানুষের ভীড়ে মগ্ন,
ভগ্নাবশেষ ইতি কথা।
সদা বিদঘুটে সত্য
পরিক্রমা ব্যপ্তি আনাচে কানাচে
সত্যি উপলব্ধি করা কঠিন।
পরিব্রাজক ন্যস্ত,
সেলুকাস বিভ্রান্ত সমুদ্রে
হাবুডুবু হাল ছেড়ে ।
বিচিত্র ভারতের
উড়ন্ত উন্মুক্ত উন্মাদ কবি
গোপন তথ্য গবেষক।
রোষানল দাবাগ্নি,
ছারখার স্বার্থান্বেষী তথ্যপ্রযুক্তি
ছন্নছাড়া কবি কবি ভাব।
সুদূর ওপারে অশরীরী
হাতছানি ফেলে পরীর দেশে
সোনার তীর কাটি ছোঁয়ায়।
কল্পনার সাগরে
হারিয়ে হাতড়াঁনো তুলি
পুনশ্চঃ ব্যস্ত শৈল্পিক চেতনায়।