রাজধানীর শাহবাগ এলাকার একটি বার থেকে কোটি টাকার দেশী বিদেশী মদ ও বিয়ার জব্দ করেছে র্যাব -৪ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের যৌথ অভিযানিক দল।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিকক বারে অভিযান পরিচালনা করে জব্দ করা হয় ২৫০০ দেশী বিয়ার, ১৫০০ বিদেশী বিয়ার ও ৭০০ বিদেশী মদসহ কোটি টাকার মাদক।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান খন্দকার আল মঈন জানান, বৈধ ব্যবসার আড়ালে কিভাবে বিপুল পরিমাণ মাদক আসলো তা বার মালিককে জিজ্ঞাসা ও যাচাই করে আইনী ব্যবস্থা নেয়া হবে। তবে তারা মাদকের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। বার মালিককে ডাকা হলেও তিনি এখনও পলাতক।