শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ক্যাসিনো কাণ্ডে বন্ধ হয়ে যাওয়া ক্লাব গুলো খুলছে

২০১৯ সালে ক্যাসিনো কাণ্ডের পর যেসব ক্লাব বন্ধ আছে, সেগুলো খুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে দেশের খেলাধুলার অভিভাবক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ পরিষদের চেয়ারম্যান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বন্ধ থাকা ক্লাবগুলোর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে নির্দেশনা দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিমকে। তিনি বলেছেন, ক্রীড়াঙ্গনকে সচল রাখতে ক্লাবগুলোর কর্মকাণ্ড শুরু করতে হবে। উল্লেখ্য, মোহামেডান, ভিক্টোরিয়া, ওয়ান্ডারার্স, ইয়ংমেন্স ফকিরেরপুল, আরামবাগ ও দিলকুশা ক্লাবে অবৈধ ক্যাসিনো বাণিজ্য হওয়ায় ২০১৯ সালের সেপ্টেম্বরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে ক্লাবগুলো বন্ধ করে দেয়। এর মধ্যে কিছু ক্লাব খেলাধুলায় অংশ নিলেও বাকিগুলো এখনো বন্ধ। ক্রীড়া পরিষদের সচিব জানান, চেয়ারম্যান আমাকে যে নির্দেশনা দিয়েছেন পালন করবো। ক্লাব খুলতে সমস্যা কোথায় তা আমি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবো। আশা করি বন্ধ ক্লাবগুলো অচিরেই তাদের কার্যক্রম চালাতে পারবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১