মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ

ক্ষমা চাইলেন মিতুল

এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে আশা অনুরূপ খেলতে পারেননি বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমা।  বিশেষ করে দ্বিতীয় গোলের আগে সিঙ্গাপুরের শটটা  ভালোভাবে ওয়াইড এরিয়ার দিকে ঠেলে দেওয়ার মতো সেভ করতে পারলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতে পারতো।  মিতুলের পারফরম্যান্স আপ টু দা মার্ক না হওয়ার পেছনে বড় ভাইয়ের অকাল মৃত্যুর প্রভাব রয়েছে। মাত্র দুই দিন আগে বড় ভাইয়ের মৃত্যুতে মানসিকভাবে শতভাগ চাঙ্গা হয়ে খেলতে পারেননি। বাজে পারফর্মেন্সের জন্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

মিতুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘আমার জীবনের সবচেয়ে দুঃখের মুহূর্ত আমার ওপর অনেক বাজে প্রভাব ফেলেছে। আমাকে এমন কিছুর মুখোমুখি হতে হয়েছে, যা আমার হৃদয় ভেঙে দিয়েছে। আমার বড় ভাইয়ের মৃত্যুতে সত্যি আমি কষ্ট পেয়েছি। ভাইকে হারানোর শোক সত্ত্বেও আমি আমার সেরাটা দিতে মনোনিবেশ করেছিলাম। আমি দলকে সাহায্য করার চেষ্টা করেছি কিন্তু পারিনি এবং সত্যিই আমি দুঃখিত। ক্ষমা চাইছি। এটা আমার জন্য সত্যিই কঠিন সময় ছিল। আবারও বলছি, ভুলের জন্য আমাকে ক্ষমা করুন এবং বিশ্বাস করুন, আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবো।’

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১