শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খ্যাতির বিড়ম্বনা

          কবি: আফিয়া বেগম শিরি (যুক্তরাজ্য)

কারো কাছে ভালো
কারো কাছে মন্দ
এ সব মিলিয়ে তো
আসে আমার ছন্দ।

ভালোর সংখ্যা বেশী
মন্দের সংখ্যা লঘু
অনুপ্রেরনার ভান্ডার
ফুরোয় না যে কভু।

মনের কথা তুলে ধরি
যারা পড়ে ধন্য
কৃতজ্ঞতায় ভেতর ছোঁয়
শুধু তাদের জন্য।

ভালো মন্দ মানেই তো
ঘাত আর প্রতিঘাত
মন্দ টা আছে বলেই
পাকা হয় হাত।

ভালোটা বুঝতে হলে
সামনের পথে হাঁটো
কাউকে দেখতে নেই
কখনও করে খাটো।

হোচঁট খেতে হয়
নামলে খেলার মাঠে
উপেক্ষা করে চলতে হয়
নিন্দুকদের হাটে।

মেধার বিকাশ ঘটে
বাড়ে মনোবল
যতই করিবে দান
হবেই সমুজ্জ্বল।

হোক না এখন একটু
খ্যাতির বিড়ম্বনা
এক সময় ধুয়ে মুছে
হবে খাঁটি সোনা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১