মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গগন জুড়ে

কবিঃ নীহার রঞ্জন দেবনাথ

সূর্য মামা দিচ্ছে হামা
গগন জুড়ে আজ,
রাতের আঁধার নীল আকাশে
করেন তিনি রাজ।

লুকিয়ে থাকে রাতের বেলা
চাঁদের হাসি মুখ,
জ্যোৎস্না রাতের তারারা সব
পায় যে কতো সুখ।

চাঁদ মামার রঙ্গীন হাসি
দেখতে লাগে ভালো,
রাতের আঁধার কেটে গিয়ে
ফোটে ভোরের আলো।

সকাল বেলা লাঙ্গল কাঁধে
কৃষক যায় মাঠে,
কৃষকের বউ স্নানটা সেরে
বাসন মাজে জলের ঘাটে।

জেগে ওঠে রাতের পাখি
গায় প্রভাতের গান,
আষাঢ়ের ওই বৃষ্টি ধারায়
জুড়াইলো যে প্রাণ।

অট্টালিকায় বসে সুখে
কাটায় বিত্ত জন ।
খেটে মরে গরিব যারা
দেখি সারাক্ষণ।

সন্ধ্যা হলে পাখিরা সব
ফিরে আসে নীড়ে,
গরীব মানুষ স্বপ্ন দেখে
ছেঁড়া কাঁথা ঘিরে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১