নিজস্ব ডেস্ক: তীব্র শীতে গভীর রাতে নগরীর বিভিন্ন ফুটপাতে ঘুরে ঘুরে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরন করেছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সহ যুবলীগের নেতৃবৃন্দ।
গত (২৫ জানুয়ারি) গভীর রাতে অসহায় শীতার্তদের কথা চিন্তা করে গভীর রাতে শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করেন।
এসময় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, গত কয়েকদিন ধরে শীতের প্রকোপ বেড়েছে। কনকনে শীতে বিপাকে রয়েছেন সিলেট শহরের ভবঘুরে, অসহায় ও ছিন্নমূল মানুষ। গরম কাপড়ের অভাবে তীব্র শীত সঙ্গে নিয়ে দিনাতিপাত করতে হচ্ছে তাদের। যে কারণে আমরা গভীর রাতে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিচ্ছি। কারণ এই শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষগুলো।
মুক্তি বলেন, নিজস্ব অর্থায়নে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে এসেছি। সবার আগে এদের মাঝেই বিতরণ করেছি। দিনের বেলায় এ সকল লোকজন বিভিন্ন জায়গায় পেটের দায়ে থাকে বলে রাতের বেলায় খুঁজে খুঁজে তাদের হাতে কম্বল দিচ্ছি।
তাদের পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ্য করে সমাজের বৃত্তবানদেরকে এসকল অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন , আলী হোসেন, এমদাদ হোসেন ইমু, রুহুল আমিন, আমিনুল ইসলাম আমিন,আকিল আহমদ,সাব্বির আহমদ প্রমুখ।