কবিঃ মহীতোষ গায়েন
গাঙচিল উড়ে চলে
উদার আকাশে
খাল বিল নদীনালা
বসন্ত বাতাসে,
ফাগুন কাছে আসে
কাছে আসে সব ফুল
সৃজন এক লিখে যায়
আর করেনা সে ভুল।
এপার ওপার বাংলা
আনন্দ জোয়ারে মাতে,
গাঙচিল উড়ে যায়
সারা দিন রাতে।
সুখে-দু:খ সদা থাকে
মানুষের পাশে,
প্রতিরোধ শুরু হয়
সাথে গাঙচিল আসে।
ও নদী কোথায় যাও
ফিরে এসো তীরে
গাঙচিলও ফেরে
জীবনের নীড়ে।
সব ফুল ফোটে আজ
খুশি চরাচর,
গাঙচিল দেখে না
কে আপন পর।
সব পাখি ফিরে এসে
করে কোলাহল
গাঙচিল হৃদয়েতে
করে চলাচল।
মানুষের জয়গান
করে গাঙচিল,
ভালোবাসা ছড়িয়ে
সে দেয় অনাবিল।