কবিঃ নীহার রঞ্জন দেবনাথ
উদাসী বানাইলে আমায় দেওয়ানা বানাইলে ।।
তুই আমায় করলি পাগল কি কৌশলে ।।
অহর্নিশ অশ্রু ঝরে ভাসে দুই নয়ন জলে।।
আমায় উদাসী বানাইলে দারুণ কৌশলে ।।
পুড়ে পিরিতের জ্বালায় ,কান্দি আমি বন্ধুরে ।।
কেঁদে কেঁদে পুহাই রাতি ,নিরাশা হই সকালে ।।
পন্থ পানে চেয়ে থাকি , দিয়ে বন্ধু গেলি ফাঁকি।।
কি করে গো সুজন সখা, গেলি তুই আমায় ভুলে ।।
আমায় উদাসী বানাইলে দারুণ কৌশলে ।।
আশা ছিল অনেক বন্ধু, অন্তর জুড়ে বহে সিন্ধু,
সহে না বিরহ জ্বালা,হৃদয় আমার ঝালাপালা ।।
তোর পিরিতে আকুল হইয়া, ধ্বংস হইলাম জাতিকুলে।।
বলে নীহার পাগলে ,সাজাইবো মালাফুলে।।
আমায় উদাসী বানাইলে দারুণ কৌশলে ।।