সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

গৃহবধূকে কুপিয়ে হত্যা

নওরোজ আফরিন প্রিয়া (২১) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। চাঁদপুরের শাহরাস্তিতে  উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের আহাম্মদ নগর ছোটপোদ্দার বাড়িতে গতকাল বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে।প্রিয়া ছোটপোদ্দার বাড়ীর প্রবাসী ইসমাইল হোসেনের একমাত্র মেয়ে। তার স্বামী হৃদয় চৌধুরী কুমিল্লায় চাকরি করেন। তাদের অহনা (২) নামের একটি কন্যা সন্তান রয়েছে। নিহতের মা রুমি আক্তার জানান, প্রিয়ার মেয়ে অসুস্থ। তার জন্য ওষুধ আনতে পাশের বাড়িতে স্থানীয় এক চিকিৎসকের কাছে যাই। সেখান থেকে এসে দেখি পুরো রুম রক্তাক্ত। আমার মেয়ের নিথর দেহ পড়ে আছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে জানি না। এত বড় শত্রু আমার আছে বলে জানা নেই। প্রিয়ার ভাই পরশ জানান, ওই সময় আমি বাসায় ছিলাম না। আপুকে কুমিল্লায় বিয়ে দেয়া হয়েছে। দুলাভাই হৃদয় চৌধুরী এখানে ৫ দিন বেড়িয়ে আপুকে রেখে কুমিল্লায় চলে যায়। আমার আপুকে কে এভাবে হত্যা করলো? স্থানীয়রা জানায়, পরকীয়াজনিত কারণে এমন ঘটনা হতে পারে। তবে এই পরিবারের সাথে কারও পূর্ব শত্রুতা নেই। শাহরাস্তি থানার ওসি আবদুল মান্নান বলেন, প্রিয়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। তদন্ত চলমান রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১