সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট মঙ্গলবার সকালে সোশ্যালে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, অভিনেত্রী অরুণা বিশ্বাস, সোহানা সাবাকে যাদের অবস্থান ছিল ছাত্রদের আন্দোলনের বিপক্ষে!
সেখানে দেখা যায়, অভিনেত্রী অরুণা বিশ্বাস পরামর্শ দেন ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দিতে। অরুণার এমন পরামর্শ অবাক করেছে নেটিজেনদের। সহকর্মীরাও নিচ্ছেন এক হাত। এই যখন পরিস্থিতি তখন জানা গেল, গোপনে দেশ ছেড়েছেন অরুণা বিশ্বাস। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র। ওই সূত্র জানায় শেখ হাসিনা সরকার পতনের পরই দেশ ছাড়েন অরুণা। পাড়ি জমান কানাডায়। এদিকে অরুণার সঙ্গে আগে থেকেই ঠোকাঠুকি পরীমণির। এবার তিনি হয়েছেন সরব। তিনি লিখেছেন, ‘অমানুষ! হিংস্র! লোভী! এত হিংসা নিয়ে কখনই শিল্পী পরিচয় বহন করতে পারেন না আপনি। ধিক আপনাকে। থু..।’ আরাফাত ও ফেরদৌসের ওই গ্রুপে অরুণা বিশ্বাস ছাড়াও ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি, চিত্রনায়ক রিয়াজ, সাজু খাদেম প্রমুখ। তাদের বেশ সক্রিয়তা উঠে এসেছে স্ক্রিনশটে।