মিশিগান প্রতিদিন ডেস্কঃ গোলাপগঞ্জ সমিতি মিশিগানের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ৮ এপ্রিল শনিবার। হ্যামট্রামিক সিটির মদিনা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এই মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সমিতির সদস্য ছাড়াও আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন।আহবায়ক কমিটির কার্যকরী পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় আসন্ন গ্রীষ্মকালে আগামী ২০ আগষ্ট রবিবার ওয়ারেন সিটির হলমিচ পার্কে বনভোজন আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হ্যামট্রামিকের একটি রেস্টুরেন্টে ১১ মার্চ শনিবার ২০২৩ ইং অনুষ্ঠিত সমিতির কার্যকরী পরিষদের সভায় সভাপতিত্ব করেন আহ্ববায়ক মোঃ সাবুল হোসেইন , সভা পরিচালনা করেন সদস্য সচিব শেরুজ্জামান কোরেশী জাহান। সভায় উপস্থিত ছিলেন সাবেক সাধারন সম্পাদক মোঃ ছালেহ আহমদ বাদল , আহ্ববায়ক কমিটির সদস্য মোঃ আনোয়ার হোসেইন , আব্দুল ওয়াহিদ এবং আরিফ আরমান জিসান l