
মিশিগান প্রতিদিন ডেস্কঃ গত রবিবার হ্যামট্রামিক সিটির গেইট অফ কলম্বাসে অনুষ্ঠিত হলো গোলাপগঞ্জ সোসাইটি অব মিশিগান ইউএসএ-এর ঈদ পূর্ণমিলনী ২০২৩।
সোসাইটির যুগ্ম আহবায়ক সাকের উদ্দিন সাদেকের পরিচালনায় এবং মিছবাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মামুন উদ্দিন সামছু।
এসময় বিশেষ অতিথি হিসাবে ছিলেন মামুনুর রেজা সাহেল, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মো: জিলান উদ্দিন, এবং সম্বর্ধিত অতিথি হিসাবে ছিলেন হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান আবু আহমেদ মুসা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ারেন সিটির কাউন্সিলর পদপ্রার্থী টুনু ইসলাম, কাউন্সিলর পদপ্রার্থী কবির আহমদ,
হ্যামট্রামিক সিটির কাউন্সিলর পদপ্রার্থী মুহতাসিন সাদমান, কাউন্সিলর পদপ্রার্থী খাজা সাহাব আহমেদ এবং রিয়েলেটর ওয়াসিম-উর রহমান সহ আরো অনেকে।
অনুষ্ঠানে আরও উপস্হিত ছিলেন মোয়াজ্জেম হোসেন ,সাইফ চৌঃ, সাহাব উদ্দিন, জয়নাল আবেদিন , মো: হেলাল উদ্দিন , মোঃ সালাহ উদ্দিন, রেজাউল ইসলাম, তাহের চৌঃ , জহুর আলী , হেলাল হোসেন ,
আফাজ উদ্দিন ,মুরাদ আহমদ , তাজ উদ্দিন , পারভেজ আহমদ , সরওয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ সোসাইটি অব মিশিগানের সভাপতি হোসেন মোহাম্মদ সোলেয়মান। বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি মিশিগানের সভাপতি আজমল হোসেন।জালালাবাদ সোসাইটি অব মিশিগানের সাবেক সাধারণ সম্পাদক মুজিব আহমেদ মনির।
বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাবেক সভাপতি সেলিম আহমদ।বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা আনোয়ার আহমেদ কামাল এবং বিভিন্ন ব্যাবসায়ী,
সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।