শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘর সাজাতে পারেন যেসব ঝুলন্ত গাছ দিয়ে

ঘর সাজানোর বাজেট যাদের কম, তারা খুব সহজেই কিছু ঝুলন্ত গাছ দিয়ে ঘর সাজিয়ে নিতে পারেন। আর এজন্য আদর্শ হচ্ছে ইনডোর প্ল্যান্ট। সম্প্রতি কিছু গাছ ঘর সাজানোর জন্য জনপ্রিয় হয়ে উঠেছে। এসব গাছ গাছ দেখতেও যেমন সুন্দর, আবার যত্ন করাও খুব সহজ।

পিন্টারেস্ট, ইনস্টাগ্রামে চোখ বোলালেই কয়েকটি গাছের নাম বারবার চোখে পড়বে। দেখে নিন, এরকম কিছু গাছের তালিকা।

 পিস লিলি উদ্ভিদ বাড়ি এবং অফিসের জন্য একটি সুন্দর উদ্ভিদ/সংগৃহীত

স্ট্রিং অব পার্লস: ঝুলন্ত গাছের তালিকায় এক নম্বরে থাকবে এই গাছ। পাতাগুলো ছোট ছোট মুক্তোর মতো দেখতে। সেই থেকেই এই গাছের নাম। মোটা-মটর আকৃতির লতাগুলো নিচের দিকে ট্রেইল করে এবং কয়েক ফুট বাড়তে পারে, তার পাত্রের উপরে ছড়িয়ে পড়ে। এটিতে ছোট সাদা ফুলও হয়।

পিস লিলি: এই গাছের সাদা লম্বাটে ফুল দারুণ দেখতে লাগে। তবে পিস লিলির যত্ন নিতে হবে সাবধানে। খুব বেশি পানি দিলে গাছ মরে যেতে পারে। গাছের পাতা দেখলেই বুঝতে পারবেন কখন পানি দেওয়া প্রয়োজন। পাতাগুলো সামান্য নুয়ে পড়লে বুঝবেন পানির প্রয়োজন। পানি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পাতাগুলো আবার চাঙ্গা হয়ে উঠবে।

সুইটহার্ট প্ল্যান্ট: এই গাছটির খুব বেশি যত্নের প্রয়োজন নেই। কিন্তু দেখতে দারুণ লাগে। তবে জানলার কাছাকাছি রাখতে হবে যেখানে সূর্যের আলো আসে।

এয়ার প্ল্যান্ট: মাটি ছাড়া এই বাহারি গাছগুলো বড় হয়। প্রত্যেক দিন শুধু পানি স্প্রে করতে হবে গাছের পাতায়। বসার ঘরে ঝোলানোর জন্য এই গাছগুলো আদর্শ। যদি সুন্দর ঝোলানো টব কিনতে পারেন, তাহলে কথাই নেই। নিমেষে আপনার ঘরের কোণ বদলে যেতে পারে।

পেটুনিয়া: শৈল্পিক লোকদের জন্য এই গাছটি আদর্শ। এই গাছে গোলাপি, বেগুনি, নীল এবং সাদা রঙের ফুল ফোটে। এই ট্রাম্পেট আকৃতির ফুলগুলো নিশ্চিতভাবে আপনার বাড়ির সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেবে। এই গাছগুলোর রক্ষণাবেক্ষণের তেমন প্রয়োজন হয় না।

ফিড্‌ল লিফ ট্রি: এই গাছ ঘরের কোণে রাখলে অন্দরসজ্জায় আসবে নতুন প্রাণ। বড় বড় পাতাগুলো অনেকটা শালপাতার মতো দেখতে। গাছগুলো বেশ লম্বাও হয় আকারে। তাই সোফার পাশে বাহারি টবে রাখার জন্য আদর্শ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭