রেস্টুরেন্ট ও হোটেলবিষয়ক একটি বাণিজ্য মেলা পরিদর্শনে গিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। সেখানে হঠাৎই একজন দর্শনার্থী তাঁর মুখবরাবর ডিম ছুড়ে মারলেন। স্থানীয় সময় সোমবার ফ্রান্সের দক্ষিণ–পূর্বাঞ্চলের লিও শহরে এ ঘটনা ঘটে।
এ ঘটনা প্রসঙ্গে ফ্রান্সের প্রকাশনা লিও ম্যাগের সাংবাদিক ফ্লোরেন্স ল্যাগো বলেন, আমার চোখের সামনেই ডিমটি প্রেসিডেন্টের ঘাড়ে পড়ার পর মেঝেতে পড়ে ফেটে যায়।
এক ভিডিওতে দেখা যায়, ভিড়ের মধ্যে ম্যাখোঁর ঘাড়ের ওপর কিছু একটা পড়লে তটস্থ হয়ে ওঠে সবাই। পরে ভিড়ের মধ্যে এক ব্যক্তিকে আটক করতেও দেখা যায় ওই ভিডিওতে।
সাংবাদিক ফ্লোরেন্স ল্যাগো জানান, এক তরুণ ডিম ছুড়ে মারলেন। নিরাপত্তা কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে ঘিরে ধরে সেখান থেকে নিয়ে যায়।
এর আগে ২০১৭ সালেও ইমানুয়েল ম্যাখোঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। সে সময় ডিমটি তার মাথায় ফেটে যায়। চলতি বছরের জুন মাসে মানুষের সঙ্গে কথা বলার সময় এক ব্যক্তি ম্যাখোঁর গালে চড় বসিয়ে দেয়।