সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চিরায়ত

কবিঃ জাহাঙ্গীর আলম জাহান

এই পাশে নদী আর ওই পাশে বন
তার পাশে চিরায়ত গ্রামীণ জীবন
নদীপাড়ে খেয়াঘাট
তার পাশে বসে হাট
সে হাটের হাটুরেরা করে লেনদেন
জীবনের গাঁটছড়া তারাও বাঁধেন।

গ্রামীণ জীবন মানে সীমাহীন সুখ
একজনও নেই গ্রামে জীবনবিমুখ
দিনমান কাজ করে
কাজ শেষে অবসরে
হইচই আড্ডাতে যায় দিন ও মাস
গ্রামীণ জীবন জুড়ে সুখের সুবাস।

এই গ্রামে ছিল ঘর, সুখ রাশিরাশি
অন্তর থেকে তাই গ্রাম ভালোবাসি
বারবার গ্রামে যাই
গ্রামেতেই সুখ পাই
নগরের এ জীবন বিষায়েছে প্রাণ
গ্রামেই গড়েছি তাই সুখের বাগান।

গ্রামে পাই সুশীতল বিষহীন বায়ু
আরও পাই জীবনের সুখ-পরমায়ু
তাই গ্রা্ম ভালোবেসে
প্রতিবারই গ্রামে এসে
জীবনের সুখটুকু ভোগ করি আজ
ভালো লাগে চিরায়ত গ্রাম্য সমাজ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১