সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চির অমর লতাজি

কবিঃ নীহার রঞ্জন দেবনা

চলে গেল হৃদয় পাখি
আসবে না আর ফিরে
মানব হৃদয়ে বেঁচে থাকবে
সুরটি আঁকড়ে ধরে ।।

এমন সুরের সম্রাজ্ঞী
দেখবে কি আর কেউ
ভুবন জুড়ে ছড়িয়ে থাকবে
লতাজি , তোমার গানের ঢেউ ।।

হারিয়ে গেছো তুমি
হারিয়ে যায়নি তোমার গান
হৃদয় বিনার এক তারার সুরে
জুড়িয়ে যায় নির্মল প্রাণ ।।

সবাই বলে কোকিল কণ্ঠী
নামটি তোমার লতা
বিশ্ব জুড়ে খ্যাতি তোমার
মানুষের মন মন্দিরে গাঁথা ।।

সবাই বলে সুরের জাদুকর তুমি
জগৎ জুড়ে মহান
তোমার সুরে প্রাণ জুড়ে যায়
লতা মঙ্গেশকর তুমি চির মহান ।।

অনেক স্মৃতি রেখে গেছো
ভারত রত্ন তুমি
তোমার মায়ায় কাঁদছে সবে
কাঁদছে পাখি আর বিশ্ব ভূমি ।।

চির অমর জগৎ জুড়ে
থাকবে চিরদিন
হারিয়ে গেছো তুমি হারিয়ে যায়নি তোমার মান
একসুরে কাঁদছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ।।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১