কবিঃ গোলাম রববানী
চোখের কোণে সকাল হাসে
সোনা মাখা রোদ
চোখের কোণে প্রভাত দেখে
শৈশবের প্রমোদ।
চোখের কোণে দুপুর দেখে
হাজার কোটি স্বপ্ন
চোখের কোণে দেশের তরে
খুঁজবো হীরা রত্ন।
চোখের কোণে প্রদোষ বলে
সবাই ছন্দ হারা
চোখের কোণে আত্মার নামে
অসীম জলধারা।
চোখের কোণেই একাল-সেকাল
সামনে ভবিষ্যৎ
চোখের কোণেই হবে সবার
প্রেমের ধূলিসাৎ।