বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছেলেকে যে উপদেশ দিলেন আরবাজ-মালাইকা

খান পরিবারের ছেলে। বাবা-মা থেকে শুরু করে পরিবারের সবাই তারকা। শিগগিরই নিজের শো নিয়ে হাজির হচ্ছেন আরহান খান। শোয়ের নাম ‘দম বিরিয়ানি’।তিনি একা নন, সঙ্গে আরও দুই বন্ধুকে নিয়ে একটি পডকাস্ট শো শুরু করতে চলেছেন মালাইকা আরোরা ও আরবাজ খানের ছেলে। তার শোয়ের প্রথম অতিথি হচ্ছেন বাবা আরবাজ় ও কাকা সোহেল খান। তারই এক ঝলক প্রকাশ্যে এসেছে। সেখানেই ছেলে ও তার বন্ধুদের সম্পর্ক ও যৌনতার মধ্যে দ্বিতীয়টিকেই বেছে নেওয়ার উপদেশ দিলেন আরবাজ। এ ভিডিও দেখার পর দ্রুতই প্রতিক্রিয়া এলো মালাইকার পক্ষ থেকে।

 

১৯ বছরের দাম্পত্য জীবন। ২০১৬ সালে বিচ্ছেদ হয় আরবাজ-মালাইকার। এই মুহূর্তে সুরা খানের সঙ্গে দাম্পত্য জীবন কাটাচ্ছেন এ অভিনেতা। অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকাও। দুজনেই তাদের জীবনে এগিয়েছেন। যদিও সন্তান আরহানের দায়িত্ব ভাগাভাগি করে নিয়েছেন তারা। ছেলের কারণে যোগাযোগ হয় তাদের। এবার ছেলের শোয়ে এসে সম্পর্ক নিয়ে উপদেশ চাইলেন ছেলের এক বন্ধু। জানতে চাইলেন, স্থায়ী সম্পর্ক, না কি যৌনতা— কোনটা বেছে নেওয়া সমীচীন। উত্তরে আরবাজ বলেন, আমার মনে হয়, যৌনতাকেই বেছে নেওয়া উচিত।

 

তাতে আবার হাসির ইমোজি পাঠিয়েছেন মালাইকা। বোঝাই যাচ্ছে, ছেলের শো বলে রেখেঢেকে নয়, বরং খোলাখুলিই কথা বলবেন আরবাজ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১