শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জরিমানার ১৬ লাখ পরিশোধ করলেন ‘রাফসান দ্য ছোট ভাই’

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাফসান দ্যা ছোট ভাইকে ১৬ লাখ টাকা জরিমানা করেন আদালত। সেই সঙ্গে তার অনুমোদনহীন কোমল পানীয় ড্রিংকস ‘ব্লু’ ৭ দিনের মধ্যে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নির্দেশ দেওয়া হয়। বুধবার (২৮ আগস্ট) বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এ আদেশ দেন।

 

আদালতের আদেশের পর জরিমানার ১৬ লাখ পরিশোধ করেন এ কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার। সংবাদমাধ্যমকে রাফসান নিজেই নিশ্চিত করেন বিষয়টি। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-২ ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য পরিদর্শক মো. কামরুল হাসানও গণমাধ্যমকে জরিমানার আদায়ের বিষয়টি জানান। তিনি বলেন, সারাদেশে সরবরাহ করা কোমল পানীয় ‘ব্লু’ এর সব মালামাল আগামী ৭ দিনের মধ্যে তুলে নেওয়া এবং এ ধরনের ব্যবসা আর করবেন না বলে ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকার করেছেন রাফসান। অনুমোদন ছাড়া ‘ব্লু’ নামের ইলেকট্রোলাইট ড্রিংক বাজারজাত করায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিশুদ্ধ খাদ্য আদালত গত ৫ জুন অনলাইন কনটেন্ট ক্রিয়েটক ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

 

এর আগেও ব্লু ড্রিঙ্কসের কারণে আইনি ঝামেলায় পড়তে হয়েছিল রাফসানকে। নোংরা পরিবেশে মান নিয়ন্ত্রণহীনভাবে ব্লু ড্রিংকস তৈরির অভিযোগে গত ২৪ এপ্রিল পরিচালিত অভিযানে ‘ব্লু এনার্জি ড্রিংকস’ নামক কোমল পানীয়টিতে নিবন্ধন সনদ না থাকায় মোট ৩০ হাজার টাকা জরিমানা করা ভ্রাম্যমাণ আদালত। সংস্থাটির কুমিল্লা শাখা এবং কুমিল্লা জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। গত বছরের ৮ ডিসেম্বর ফেসবুক লাইভে এসে কোমল পানীয় বাজারে আনার ঘোষণা দেন এ কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার। এরপর থেকেই ‘ব্লু’ নিয়ে আলোচনা শুরু হয় সামাজিক মাধ্যমে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All Rights Reserved ©2024