মঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জাকসু নির্বাচনের ফল প্রকাশ সন্ধ্যা ৭টায়: প্রধান নির্বাচন কমিশনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফল সন্ধ্যা ৭টায় ঘোষণা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান।

আজ শনিবার দুপুর সোয়া ১২টায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

অধ্যাপক মনিরুজ্জামান বলেন, ভোট গণনা ২টায় শেষ হলেও ফল ঘোষণা করতে সন্ধ্যা ৭টা বেজে যাবে। ফল প্রস্তুত করতে সময় প্রয়োজন।

প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের সময় ছিল। কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত করায় ভোটগ্রহণ কিছুটা পিছিয়ে যায়। এরপর শুরু হয় ভোট গণনা। তবে তিন দিনেও ভোট গণনা শেষ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে তাদের।

শেয়ার করুনঃ