মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতিসংঘের কাছে ‘প্যারাসুট সহায়তা’ চাইলেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ সোমবার ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘকে গাজা উপত্যকায় ‘প্যারাসুট সহায়তা’র আহ্বান জানিয়েছেন। বর্তমানে ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধে বিধ্বস্ত গাজা। খবর এএফপির।

মোহাম্মদ শতায়েহ বলেছেন, ‘আমি জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নকে গাজা উপত্যকায়, বিশেষ করে উত্তরে প্যারাসুট সাহায্যের জন্য আহ্বান জানাচ্ছি। এলাকায় লড়াই সবচেয়ে তীব্র।’

এদিকে ইসরায়েলের নৃশংস হামলায় অবরুদ্ধ গাজায় দেখা দিয়েছে তীব্র জ্বালানিসংকট। ফলে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে হাসপাতাল। জ্বালানিসংকটে গাজার প্রধান হাসপাতাল আল শিফা আগেই বন্ধ হয়ে গেছে। এবার সেখানকার আরও দুটি হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। নতুন করে বন্ধ হওয়া হাসপাতাল দুটি হলো আল-কুদস হাসপাতাল ও কামাল আদওয়ান হাসপাতাল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১