বিশ্ব ফুটবলের কিংবদন্তি জিনেদিন জিদান নিজের খেলোয়াড়ি জীবন শেষে কোচিং এ যোগ দিয়েই ইতিহাস গড়েছিললেন। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু করেন তিনি। নিজের সাবেক ক্লাব স্প্যানিশ জায়ান্টদের দায়ত্ব নিয়েই টানা তিন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিতেন তিনি। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে এমন কীর্তি আর কোনো ক্লাব বা কোচের নেই।
টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ জয়ে কোচ জিদানের অন্যতম সঙ্গী ছিলেন রিয়ালের তখনকার প্রান-ভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো। টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর রিয়ালকে বিদায় জানা পর্তুগীজ মহাতারকা। এরপর জিদানও রিয়াল ছাড়েন। সিআরসেভেন এখনও খেলাটা চালিয়ে যাচ্ছেন তবে জিদান কোচিং থেকে দূরে আছেন লম্বা সময় ধরেই। তবে এবার রোনালদো আবার জিদানের সঙ্গে জুটি গড়তে চান বলেই জানা গেছে। আল নাসেরে যোগ দেয়ার পর বড় কোনো শিরোপার দেখান পাননি রোনালদো। সৌদি ক্লাবটির হয়ে কেবল একটি শিরোপাই জিতেছেন তিনি। গত মৌসুমেও আল হিলালের কাছে লিগ শিরোপা খোয়াতে হয়েছে। এ মৌসুমের শুরুতেও ক্লাবটির কাছে হেরে সুপার কাপ হাতছাড়া হয়েছে।
এমন অবস্থায় আল নাসেরের কোচ লুইস কাস্ত্রোকে নিয়ে আল নাসের কর্তৃপক্ষ খুশি নয় বলেই জানা গেছে। এদিকে স্প্যানিশ ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, আল নাসেরের কোচ হিসেবে জিদানকে চান রোনালদো। ক্লাবটির নীতিনির্ধারণী বিষয়ে পর্তুগীজ মহাতারকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলেও জানিয়েছে মার্কার প্রতিবেদন। তবে আল নাসের চাইলেও জিদান আল নাসেরের দায়িত্ব নিতে রাজি হবেন কি না তা এখনো নিশ্চিত নয়। ফরাসি এই কিংবদন্তি দীর্ঘদিন ধরে দূরে সরে আছেন কোচিং থেকে। ফ্রান্স জাতীয় দলের কোচ হতেই আগ্রহী তিনি।