ক্রিকেটে পাকিস্তানকে বলা হয় ‘আনপ্রেডিক্টেবল’ দল। তার নজির আরও একবার দেখাল দলটি। কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার মাটিতে তাদের ওয়ানডে সিরিজ হারিয়ে এসেছে মোহাম্মদ রিজওয়ানের দল। সেই দলটিই এবার জিম্বাবুয়ের বিপক্ষে হেরে গেল ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি।
বুলাওয়েতে আজ টস জিতে স্বাগতিক জিম্বাবুয়েকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভারের ৫৮ বল আগেই ২০৫ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। মোটামুটি এই লক্ষ্য তাড়া করতে নেমেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ২১ ওভারে ৬০ রান তুলতেই হারায় ৬ উইকেট। এরপর বৃষ্টির বাঁধায় আর মাঠে খেলা গড়ায়নি। ডিএলএস পদ্ধতিতে পাকিস্তান হারে ৮০ রানে।
জিম্বাবুয়ের হয়ে কোনো ক্রিকেটারই হাফ সেঞ্চুরি করতে পারেননি। সর্বোচ্চ ৪৮ রান আসে মূলত বোলার রিচার্ড নাগারাভার ব্যাটে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন সিকান্দার রাজা। এছাড়া বিশোর্ধ্ব রানের ইনিংস খেলেন ওপেনার তাদিওয়ানাশে মারুমানি, শন উইলিয়ামস ও ব্রায়ান বেনেট। পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নেন সালমান আলী আগা ও ফয়সাল আকরাম।
২০৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৭ রানের মধ্যে দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও সাইম আইয়ুবকে হারায় পাকিস্তান। এরপর কামরান গুলাম ও মোহাম্মদ রিজওয়ান মিলে দলকে উদ্ধারের চেষ্টা করলেও বেশিক্ষণ স্থায়ী হয়নি এই জুটি। ৪০ রানে গুলামের পতনের পর পঞ্চাশের আগে সালমান ও হাসিবুল্লাহ খানকেও হারায় পাকিস্তান। ৫৮ রানের মাথায় ইরফান খানও বিদায় নেন। তবে একপ্রান্ত আগলে ছিলেন রিজওয়ান। ৬ উইকেট হারিয়ে ৬০ রান তুললে ম্যাচে হানা দেয় বৃষ্টি। সেটি না থামলে ডিএলএস পদ্ধতিতে জিম্বাবুয়েকে জয়ী ঘোষণা করা হয়।
৩৯ রান করার পর ৩ ওভারে ৭ রানের বিনিময়ে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রাজা। আগামী মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। সেই ম্যাচে জিততে পারলেই ইতিহাসে প্রথমবারের মতো ওয়ানডেতে পাকিস্তানকে হারানোর স্বাদ পাবে জিম্বাবুয়ে।