কবিঃ এম এ সহিদ খান
জিয়া মানে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গান একলা চলো রে’র বাস্তব রূপ
জিয়া মানে কঠিন সেই যুদ্ধ যার নেই কোন অন্ত
জিয়া মানে অদম্য এক জেদ সবকিছু করে দেখানোর
জিয়া মানে রক্তমাংসে গড়া এক অগ্নিরথ
জিয়া মানে অখন্ড বাংলার প্রথম বাংলাদেশী জাতীয়তাবাদ
জিয়া মানে কোটি কোটি মানুষের বিশ্বাস
জিয়া মানে বাংলাদেশীর গর্বের অহংকার
জিয়া মানে যে নামের অন্তর্নিহিতে আছে সর্বস্ব ত্যাগ এর ক্ষমতা
জিয়া মানে আসমুদ্রহিমাচল এক হয়ে যায় এক ডাকে
জিয়া মানে যার শিখায় উজ্জ্বল সর্বত্র
জিয়া মানে রণাঙ্গনের রননায়ক
জিয়া মানে সর্বধর্ম সমন্বয়
জিয়া মানে জাতীয়তাবাদের প্রকৃত পথিকৃৎ
জিয়া মানে সবাইকে নিয়ে একসঙ্গে পথ চলা
জিয়া মানে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা
জিয়া মানে খাল খনন, চলো খাল খনন করি আর উৎপাদন বাড়াই, সেই বজ্র হুংকার
জিয়া মানে দেশপ্রেমের প্রকৃত সংজ্ঞা
জিয়া মানে ভবিষ্যতের শ্রষ্ঠা , অতীতের ঐতিহ্য, বর্তমানের আদর্শ
জিয়া মানে আপোষহীন সংগ্রাম
জিয়া মানে প্রথম স্বাধীনতার ইতিহাস
জিয়া মানে সত্যের জয়
জিয়া মানে নতুন বাংলার সূর্যোদয়
জিয়া মানে যার নেই কোন অন্ত
জিয়া মনে আত্মবিশ্বাস
জিয়া মানে মৃত্যুঞ্জয়ী দেশনায়ক
জিয়া মানে যুগান্তকারী অনুপ্রেরণা
জিয়া মানে নবজাগরণ
জিয়া মানে রাজনৈতিক দর্শন
জিয়া মানে কালের বিচারে সর্বসেরা
জিয়া মানে রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা অর্থাৎ ‘তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব’
জিয়া মানে স্বাধীনতার প্রকৃত ইতিহাস
জিয়া মানে চোখে আঁকা আখন্ড বাংলার স্বপ্ন
জিয়া মানে তোমার আমার সবার নেতা
জিয়া শুধু একটা নাম নয় জিয়া একটা আদর্শ প্রতিটি মানুষের কাছে , বিশেষত যারা দেশ ও দশকে ভালবাসতে জানে। জিয়া অর্থাৎ যার কাছে বাংলাদেশী ঋণী আজও। জিয়া সেই নাম যা বাংলাদেশীর অন্তরে লিখিত থাকবে আজীবন চিরকাল।