কবি -এস এম শহীদুল্লাহ
মনের অগোচরেই রয়ে যায়,
কিছু স্বপ্নের কিছু কথা ;
প্রতি নিয়ত আজ নিজেকে আমরা,
নিজেরাই পরাভুত করি।
কখনও বা আমরা হাসিখুশি,
কখনও বা গল্প গুজব,
কখনও বা কান্নার ভয়াল পরিনতি,
নিজেকে ঘুমরে মরি।
বাস্তবতা মানুষকে হার মানায়,
নিজেকে হার মানতে হয়,
রিপুর তাড়না আমাদের বাধ্য করে,
নিরবে সহ্য করতে হয়।
মনের মাঝে হাজার স্বপ্নের অনুভূতি,
প্রতিদিন মেরে ফেলি,
চাওয়া পাওয়ার কতনা আপেক্ষিক,
ভাবগুলো নিধন হয়ে যায়।
মিথ্যে আশ্বাসে কলংকের ছাঁপ,
মনের মাঝে গাঁথা হয়,
স্বপ্ন গুলো যে সেই অসাঢ় স্বপ,
বাস্তবাতার পরিপুরক নয়।
বাঁধাহীন এই জীবনের স্বাধ,
মনের গহীনে নিত্য অবলোকন,
কখনও প্রকাশ হবার নয়,
বুকের মাঝে চাপা পড়ে রয়।
কখনও কোথাও আলোকপাত হয়না,
যেন অন্ধকারে ঢ়িল ছুঁই,
বেঁচে থাকার আঙিকে সবার,
করতে হয় মিথ্যা অভিনয়।
ভালো লাগেনা আমাদের কিছুই,
কল্পনাতীত অন্ধ বিশ্বাস,
আর মিথ্যা আশ্বাসের অনুভূতিতে,
সবার বেঁচে থাকা হয়।
জীবন অদ্ভুত,বড়ই বৈচিত্র্যময়,
রহস্য উদঘাটন উন্মোচন,
বাস্তবতার গড়মিল আর অমিল,
সব মিলে জীবন নীলকন্ঠ।