রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জীর্ণ পাতা

কবিঃ পত্রলেখা ঘোষ

হঠাৎ একটা জীর্ণ পাতা পড়লো নিচে ঝরে,
ধরার বুকে হারালো সে প্রবল অনাদরে।
একটা সময় তারো ছিল সবুজ শ্যামল বেশ-
বয়সকালে শ্রী হারিয়ে হয়ে গেল শেষ।

পুরাতনকে বিদায় দিয়ে তবেই নতুন আসে,
ধ্বংসের মাঝে সৃষ্টির বীজ জেনো সদাই হাসে।
কিছুই শূন্য থাকে নাতো সৃষ্টির বিধান আছে-
নতুন পাতা আবার এসে ভরে যাবে গাছে।

রাশি রাশি ঝরা পাতা লাগে নাতো কাজে,
পুরাতনকে সরিয়ে তাই নব সৃষ্টি রাজে।
কোথাও কোনো বদল তো নাই এ জাগতিক রীতি-
যেতে হবে ভাবলেই কেন মনে জাগে ভীতি?

জীর্ণ পাতার মতোই জেনো ঝরবে জীর্ণ দেহ,
ডাকলে দয়াল যেতেই হবে ফিরবে না আর কেহ।
এই তো জীবন ক’জন বুঝি মিথ্যা মায়ার মাতি-
আসা যাওয়া একা একাই কেউ হবে না সাথী।

চলে যখন যেতেই হবে বিবাদ কেন করি,
সবার ভালোবাসায় যেন জীবন আমার গড়ি।
আমার বলে যা রেখেছি কেউ যাবে না সনে-
স্মৃতিরূপে বাঁচি যেন প্রিয়জনের মনে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All Rights Reserved ©2024