রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টিপ নিয়ে টিপ্পনী

কবিঃ কাজী হাবিবুর রহমান

টিপ নিয়ে টিপ্পনী যত তোরা কাটছিস,
বাহ্যিক দৃশ্যটা নিয়ে শুধু ঘাটছিস।
চিত্তের বৃত্তের ভিতরে কি দেখেছিস?
কার মনে কী যে আছে হিসেবটা রেখেছিস?
জিন্স-প্যান্ট শার্ট পড়ে চলে যেই নারীসব,
কখনো কি নিন্দাটা করেছিস ধাড়িসব?
বোরকার নিচে যার বাঁধা গাঁজা-হেরোয়িন,
নিন্দা কি করেছিস কভু তারে কোনোদিন?
দাড়ি-টুপি জোব্বার আড়ালে যে ধর্ষক,
তারে নিয়ে কভু কিছু বলেছিস কর্ষক?
তিল দেখে তিনফাল দিয়ে দিলি লম্পট,
তাল দেখে তবে কেন হয়ে যাস চম্পট?
হেনহীন কাজ কত করবি রে বল সব?
ভণ্ডামি ছেড়ে দিয়ে ভালো হয়ে চল সব।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১