আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশ করোনাভাইরাস মহামারি চলার সময় ১০ ডাউনিং স্ট্রিটে অনুষ্ঠিত পার্টির ঘটনা তদন্ত শুরু করেছে।
পুলিশ কমিশনার ক্রেসিডা ডিক বলেছেন, পুলিশ বাহিনী গত দুই বছরে প্রধানমন্ত্রীর বাসভবন কাম কার্যালয় এবং সরকারের বিভিন্ন স্তরে কভিড-১৯ বিধির সম্ভাব্য লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখছে।
কমিশনার ক্রেসিডা ডিক বলেন, মেট্রোপলিটন পুলিশ ‘ভয় বা পক্ষপাত ছাড়া’ তদন্ত করবে এবং তদন্তেও ‘গুরুত্বপূর্ণ পর্যায়ে’ হালনাগাদ তথ্য জানাবে।
২০২০ সালের জুনে প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য একটি জন্মদিন পার্টি আয়োজনের নতুন অভিযোগ ওঠার পর এ নিয়ে পুলিশী তদন্তের খবর এলো।
করোনার লকডাউনের মধ্যে দেশবাসী যখন ঘরে বন্দি তখন প্রধানমন্ত্রীর বাসভবন তথা দপ্তরের কর্মীদের মধ্যে বিভিন্ন সময় পার্টির আয়োজনের অভিযোগ নিয়ে বরিস জনসন ইতিমধ্যেই প্রচণ্ড চাপে রয়েছেন।
তাঁর সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও উঠেছে। এ নিয়ে সরকারি দলের মধ্যে জনসনের নেতৃত্বের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ দেখা দিয়েছে। ডাউনিং স্ট্রিট স্বীকার করেছে, কর্মীরা প্রথম কভিড লকডাউন বহাল থাকার সময় বরিস জনসনের জন্মদিন উদযাপনের জন্য ১০ নম্বরে সমবেত হয়েছিল। সূত্র: বিবিসি।