মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ

ড. ইউনূস-তারেক বৈঠককে ইতিবাচক মনে করে জামায়াত

লন্ডনে প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শুক্রবার আমার দেশকে দেয়া তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমরা এ বৈঠক ও আলোচনাকে গণতন্ত্রকামী জনতার আকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপূর্ণ ও ইতিবাচক মনে করি।’

তিনি বলেন, রাজনীতিতে রাজনৈতিক দল এবং সরকার প্রধানের মধ্যে সংলাপ ও মতবিনিময় সবসময়ই সৌহার্দ্য, সহমর্মিতা বৃদ্ধি করে। এটা গণতন্ত্রের সৌন্দর্য।

এদিকে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ শুক্রবার আমার দেশকে জানিয়েছেন এ বিষয়ে দলীয় ফোরামে আলোচনার পর দলটির আমির ডা. শফিকুর রহমান শনিবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন।

তিনি বলেন, এখানে অনেকগুলো বিষয় যেমন- নির্বাচন, সংস্কার ও বিচার ইস্যু জড়িত আছে। উনারা যে স্টেটমেন্ট দিয়েছেন তা নিয়ে নিজেদের ফোরামে আলোচনা করে প্রতিক্রিয়া জানানো হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১