শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাবিতে ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ২২ সেপ্টেম্বর

কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে একদফা সরকার পতনের আন্দোলনে বন্ধ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস আগামী ২২ সেপ্টেম্বর পুনরায় শুরু হতে পারে। আগামী অ্যাকাডেমিক সভায় আলোচনার পর সিন্ডিকেট সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিন, বিভাগের চেয়ারম্যান, প্রভোস্টদের সঙ্গে এক সভায় সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। এ বিষয়ে বিভাগীয় একজন অধ্যাপক গণমাধ্যমকে বলেন, আজকের সভায় ২০-২২ তারিখের মধ্যে ক্লাস শুরুর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে সিন্ডিকেট মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ বলেন, আজকের সভায় প্রাথমিক একটি সিদ্ধান্ত হয়েছে। ক্লাস শুরুর নির্দিষ্ট তারিখ আগামী সিন্ডিকেট সভায় জানানো হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১