ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে আনুষ্ঠানিকভাবে গণরুম-গেস্টরুমের বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। আজ (সোমবার) দুপুরে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ ড. মো. ফারুক শাহ সই করা এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীদের জন্য নিম্নোক্ত ঘোষণা প্রদান করা হয়।
১. শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে তথাকথিত সব ধরনের গেস্টরুম ও গণরুম নামের অপসংস্কৃতি বিলুপ্ত ঘোষণা করা হলো।
২. হলের যেকোনো ধরনের বিধিবহির্ভূত বা শৃঙ্খলা পরিপন্থি কাজের বিরুদ্ধে হল প্রশাসনের নীতি ‘জিরো টলারেন্স’।
৩. হলে শুধু অবস্থান করবে বৈধ শিক্ষার্থীরা (আবাসিক ও দ্বৈতাবাসিক)।