সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

তবুও ইচ্ছা করে প্রেমে পড়তে

কবিঃ মহীতোষ গায়েন

কথা দিয়েছিলে মাঘী পূর্ণিমার সন্ধ্যায় দেখা হবে,

হয়নি,অপেক্ষা করেছি প্রহরের পর প্রহর,এলে না,

স্বাক্ষী ছিল দুষ্টু হাওয়া,মেঠো রাখাল,লাজুক সূর্য।

আবার আসছে বসন্ত,মাঘের শেষ রাতের জোৎস্না

এসে মুখে পড়েছে,সমস্ত শরীরে শিহরণ,হিরণ‍্য প্রেম

প্রত‍্যাশী হৃদয়,জানি দেখা হবে না,তবুও স্বপ্ন বাঁচে।

এবার ভ‍্যালেন্টাইন পড়েছে ফাগুনের প্রথম দিনে

স্মৃতির মূহুর্তগুলো ডানা মেলেছে ফাগুন হাওয়ায়,

সেই ডানায় ভর করে তুমি এলে আলেয়ার মতন।

ডালে ডালে ফুটেছে শিমুল পলাশ,তার স্পর্শ গন্ধ

ফাগুন হাওয়ায় হাওয়ায় ছড়িয়ে মাতাচ্ছে চরাচর,

পবিত্র ভেনাসও জেনেছে প্রেমের নন্দন মিথ‍্যচার।

সুখ,ঐশ্বর্য আর ভোগের প্রাচুর্যে মোহাবিষ্ট জগৎ…

তুমিও তার শরিক হবে এটাই স্বাভাবিক,প্রেমের

পরশ,হৃদয়-পুষ্প,ওষ্ঠ,স্পর্শ সব পোড়াচ্ছে অপ্রেম।

বসন্ত বাতাসে তবুও প্রেমের গন্ধে,ফুলের গন্ধ ম-ম

অবিশ্বাস,অনাস্থা,আকাঙ্ক্ষা,বৈভব জর্জরিত প্রেম;

তবুও ইচ্ছা করে প্রেমে পড়ি ফাগুন-আগুনে পুড়ি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১