উন্নয়ন করতে হলে ঘর পরিষ্কার করতে হবে। যারা ঠিকাদারি ব্যবসায়ী, বিল খায়, যারা মনোনয়ন বাণিজ্য করে তাদেরকে দল থেকে বের করে দিতে হবে: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ।
দিরাই থেকে সংস্কার শুরু করতে হবে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, আগে কাজ, তাই দিরাইবাসীর জন্য দিরাই থেকে শাল্লা বানিয়াচং আজমিরি হয়ে ঢাকার সড়ক যোগাযোগের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কয়েকটি ব্রিজের কাজ অনুমোদন হয়ে গেছে।
তিনি বলেন, এমপি জয়াসেন গুপ্তাকে সঙ্গে নিয়েই দিরাই-শাল্লার উন্নয়ন করতে চাই।
রোববার বিকাল ৩টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম আছাব উদ্দিন সরদারের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সমীরন সরকারের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা রঞ্জন রায় ও রুবেল সরদারের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল হুদা মুকুট, অবনি মোহন দাস, রেজাউল করিম শামীম, আবুল কাশেম প্রমুখ।