মঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

তাসকিনের শততম উইকেট, শুরুতেই কঠিন চাপে পাকিস্তান

জিতলে ফাইনাল, হারলে পাততাড়ি গুটিয়ে ফিরতে হবে বাড়ি। এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচ তাই অলিখিত সেমিফাইনাল। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরুতেই পাকিস্তানকে কঠিন চাপে ফেলে দিল টাইগাররা।

প্রথম দুই ওভারেই পাকিস্তানের দুই উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদের করা প্রথম ওভারের চতুর্থ বলে রিশাদ হোসেনের কাছে ক্যাচ দিয়ে ফেরেন সাহিবজাদা ফারহান। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাসকিনের শততম উইকেট।

দ্বিতীয় ওভারে আবারও উইকেট হারায় পাকিস্তান। এবার আঘাত স্পিনের। শেখ মেহেদি হাসানের বলে সেই রিশাদের হাতেই ক্যাচ দিয়ে ফেরেন সাইম আইয়ুব। চলমান এশিয়া কাপে যা তার চতুর্থ ‘শূন্য’ রানে আউট হওয়ার ঘটনা।

শেয়ার করুনঃ