বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার সম্ভাবনা যাচাই করতে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করবে শিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল বুধবার এই কমিটি হতে পারে বলে জানা গেছে। কমিটিকে এক সপ্তাহের মধ্যে সম্ভাব্যতা যাচাই করে প্রতিবেদন দিতে বলা হবে।

আজ (মঙ্গলবার) বৈঠক শেষে এই তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

কমিটি কলেজটির বিশ্ববিদ্যালয়ে পরিণত হওয়া নিয়ে সব ধরনের তথ্য ও তত্ত্ব যাচাই-বাছাই করবে এবং দ্রুত প্রতিবেদন জমা দেবে। এরপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা বিশ্ববিদ্যালয় শাখার একজন জানান, আগামী এক সপ্তাহের মধ্যে কমিটি তাদের পর্যবেক্ষণ শেষ করবে এবং একটি বিস্তারিত প্রতিবেদন পেশ করবে।

এদিকে এই কমিটি গঠনের আশ্বাসের পর আপাতত রাজপথের আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন তিতুমীরের শিক্ষার্থীরা। তবে কলেজভিত্তিক অন্যান্য কার্যক্রম চলমান থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১