সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

তিশা-তৌসিফের বিচ্ছেদের গল্প ‘ফ্যামিলি’

গল্পটা দুই মেরুর দুজন মানুষকে ঘিরে। এভাবেও বলা যায়, এতে দেখা যাবে এক মোহনায় মিশে যাওয়া দুটো বিচ্ছেদের গল্প। যাতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা ও তৌসিফ আহমেদ।

 

যোবায়েদ আহসানের চিত্রনাট্যে দুজনকে নিয়ে বিশেষ নাটকটি নির্মাণ করেছেন ইমরোজ শাওন।

 

নির্মাতা জানান, এতে তৌসিফ ও তিশার নাম থাকছে পার্থ ও তিশা। দুজনই সংসার জীবনে ডিভোর্সি। পার্থ তার ছেলেকে নিয়ে এবং তিশা তার মেয়েকে নিয়ে একই বিল্ডিং-এ আলাদা থাকেন। দুজনের মধ্যে কোনও জানাশুনা নেই।

মিশিগান প্রতিদিন তানজিন তিশা

তবে জানাশুনাটা হয়ে ওঠে নানা ঘটনার মধ্য দিয়ে। যা গড়াতে থাকে অনেক গভীরে।

 

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, পারিবারিক ও প্রেমের অসাধারণ গল্পে সাজানো ‘ফ্যামিলি’ নাটকটি শিগগিরই উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১