মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তুমি আসবে বলে

কবিঃ সোমা দাস

তুমি আসবে বলে আকাশ টা আজ,
নীলিমায় রং মেখেছে ।
তুমি আসবে বলে পলাশের বনে,
ফাগুনের ছোঁয়া লেগেছে ।
তুমি আসবে বলে প্রজাপতিরা সব,
রঙীন পাখা মেলেছে ।
তুমি আসবে বলে রামধনুতে আজ,
ভালোবাসার রং ফুটেছে ।
তুমি আসবে বলে মেঠো পথে ঐ,
রাখালিয়া সুর তুলেছে ।
তুমি আসবে বলে ‘বউ কথা কও ‘,
পিঞ্জর খুলে ছুটেছে ।
তুমি আসবে বলে অন্ধ কানাই,
দোতারায় তান ধরেছে ।
তুমি আসবে বলে মাতাল হাওয়া,
তটিনীর বুকে থেমেছে ।
গুন গুন সুরে ভ্রমরের দল,
ছুটেছে মধু আহরণে ।
শাখে শাখে নব পল্লব জাগে,
বসন্তের মাধবী বিতানে ।
তুমি আসবে বলে ঘোমটা মাথায় বধূ,
জল আনিতে যায় ।
উজান বাঁয়ে পাল তুলিয়া মাঝি,
ভাটিয়ালী সুরে গায় ।
কতো আয়োজন ভালোবাসার রং,
তোমারে ঘিরিয়া রয় ।
প্রেম প্রেয়সী তোমার লাগিয়া,
আজও মন উতলা হয় ।।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১