সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

তুমি আসবে বলে

যদি কথা দাও বৃষ্টিস্নাত জ্যোসনায় দাঁড়াবে
চলতে চলতে ঢেউ তুলবে খোলা বাতায়নে
নিপূণ ঝরণায় ভিজিয়ে দেবে শাড়ির আঁচল
অকৃপন দৃষ্টি মেলে আমি তাঁকিয়ে থাকবো।

রাতের বুকে মগ্ন হয়ে বিষন্নতায় জাল বুনেছিলাম
যেখানে গনগনে হলকায় বাড়িয়ে ছিল একাকীত্ব
খোঁজে ফিরি তোমার নীল চোখের চপলা চাহনি
এ যেন রাতচরা শান্ত জ্যোৎনায় ঝিঝিদের গুন্জন।

কবে কোন ছুবেছাদেকে ছুটন্ত ট্রেনের জানালায়
আবছা আলোতে উড়িয়েছিলে রঙ্গীন ওড়না
ট্রেনের হুইসেলের ফুৎকারে ছিটকে গিয়েছি আমি
নিবিড় সান্নিধ্যে তখন কেউ ছিল না বলে।

আমার চারিপার্শে নক্ষত্রের ছায়া উদাস হয়ে
ছুটে চলেছে,অরন্যের আড়াল থেকে দেখেছি
স্রোতশ্বিনী ঝরণায় তোমার অবগাহন
পাহাড় থেকে ঝরণা,ঝরণা থেকে নদী,
শীতল জনশ্রুতির উঠোনে তুমি আসবে বলে।

শরতের শিশির ভেজা ঘাসের ডগায় বুলিয়েছি
আলতোভাবে দুটো হাত,মৃদু বাতাসে ঢেউ তুলে
শুভ্র আলখেল্লায় আবৃত কাশবন মাড়িয়ে
হয়তো তুমি আসবে বলে।

                     কবি: আবদুস শহীদ

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১