
কবিঃ আবুল হাশেম
তুমি নেই বলে
নীল আকাশ আমার কাছে
ঘনকালো মেঘ লাগে।
পলাশ শিমুল ফুল
আগুনের ফুলকা লাগে।
পাখির কিচির মিচির কর্কশ লাগে
গোধূলির সূর্য টা প্রখর রুপে জ্বলে।
বৃষ্টির দিনে ঝিরিঝিরি হাওয়া নয়
হৃদয় পোড়া ভাবসা গরম মনে লাগে।
তুমি নেই বলে
পূর্ণিমার চাঁদ আঁধার লাগে।
ভরা নদী মরা লাগে।
জোয়ার ভাটা হয়ে
চোখের নোনা জল ঝরে।
ফোটা ফুল ঝরে পরে
পাতায় পাতায় কান্না বহে।
তুমি নেই বলে
মনের ফাগুনে আগুন ধরে
জ্বলে জ্বলে হৃদয় পোড়ে।
সুন্দর সকাল টা গ্রীষ্মের দুপুর লাগে
সু স্বাদু খাবার বড়ো বিষাদ লাগে
হৃদয় দুয়ারে শ্রাবণের বৃষ্টি ঝরে
ফুল ছাড়া বাগান টা মরুভূমি জাগে।