
কবিঃ দেওয়ান আবুল হাসান চৌধুরী
তুমি আছো তুমি রবে
কল্পনায় আর অনুভবে
আকাশের ঐ নীলিমায়
স্বপ্ন মাখা মন সাধনায়
প্রকাশ্যে বা লোকালয়ে
গানে গানে গুনগুনিয়ে
পুঁথি পুস্তকে বা কবিতায়
রোদ্রে বা শীতল হাওয়ায়
ঘন আঁধারে আর জ্যুৎস্নায়
ফুলের ঘ্রাণে স্নিগ্ধতায়
ভোরের শিশিরে ঘাসের ডগায়
আকাশের ঐ ধ্রুবতারায়
সাহিত্যে আর রূপকথায়
লাল টুকটুকে ঐ কৃষ্ণচূড়ায়
বাঁশীর সূরে দুপুর বেলায়
নিঃঝ্ঝুম রাতের ঐ তারায়
অবুঝ মনের পিঞ্জিরায় !