বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

তুমি হীন

কবিঃ রাসেল আহমেদ সাগর

তুমি হীন আজ শুন্য আমি
বুকে কষ্টের দাবানল,
আঁখি কোনে বিষাদের কালো মেঘ
বৃষ্টি হয়ে পড়ছে জল।

তুমি হীন আজ আমি
বড্ড বেশি অসুহায়,
রাতের তাঁরা গুনি একলা বসে
হয়ে নিরূপায়।

তুমি হীন আমি আজ
কালি বিহীন কলমের মতো ,
কলিজায় লাগছে আঘাত
হচ্ছে রক্তকরন অবিরত।

তুমি হীন আমার আজ
দুঃখের সাথে হচ্ছে বসবাস,
বুঝিনি কখনো এমন হবে
ভেবেছিলাম থাকবে সাথে বারোমাস।

তুমি হীন আমার
রাত জেগে থাকা,
বিশাল গগন আজ
চাঁদ বিহীন দেখা।

তুমি হীন সকাল আমার
কুয়াশায় ঢাকা,
খাবার টাও যেনো এখন
বিষ দিয়ে মাখা।

আমি বিহীন তোমার দিন রাত
কাটছে বলো কেমন?
আমার মতো তোমার মন কি
করে উচাটন?

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১