শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তুরুকখলা হাড়িয়ারচরে প্রবাসীদেরকে সংবর্ধনা প্রদান

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির প্রবাসী উপদেষ্টা পর্তুগাল প্রবাসী শাহীন আহমদ, দুবাই প্রবাসী কামরান আহমদ ও প্রবাসী আব্দুস ছামাদ এর সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান আজ সন্ধ্যায় খায়রুল ইসলাম সেলিমের বাড়িতে অনুষ্ঠিত হয়।

তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি কবির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, উন্নয়ন কমিটির সিনিয়র সহ সভাপতি ফটো সাংবাদিক আব্দুল খালিক, দাউদপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ও উন্নয়ন কমিটির সমাজ কল্যাণ সম্পাদক কামরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কুদ্রত আলী, সদস্য আজাদ আহমদ, শাকির আহমদ প্রমুখ।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন প্রবাসী শাহীন আহমদ, কামরান আহমদ, আব্দুস ছামাদ।

অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে প্রবাসীদেরকে সংবর্ধনা প্রদান করেন তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, প্রবাসে থেকে রেমিট্যান্স যোদ্ধারা সব সময় দেশের দরিদ্র বঞ্চিত মানুষের কথা চিন্তা-ভাবনার মাধ্যমে সর্বদা সহযোগিতা করে যাচ্ছেন। প্রবাসীদের দেওয়া সুযোগ সুবিদা ভোগকরে প্রতিনিয়ত উপকৃত হচ্ছে দেশের গরিব মানুষ। বক্তারা বলেন, শুধু মানবসেবার মধ্যে সীমাবদ্ধ নয়, প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্সে গড়ে ওঠা স্তম্ভে মজবুত হয়েছে বাংলাদেশের অর্থনীতির ভিত। বক্তারা প্রবাসীদের মহতি সকল কাজের কৃতজ্ঞতা জানিয়ে আগামীতেও কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

শিব্বির আহমদ – মিশিগান প্রতিদিন 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১